ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিউজিক ভিডিও নিয়ে এলেন আমিন খান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৮, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। অসংখ্যা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি টেলিভিশন নাটক নিয়েও তিনি ব্যস্ত রয়েছেন। তবে কোনো মিউজিক ভিডিওতে এর আগে তাকে দেখা যায়নি।

এবারই প্রথম কোনও মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন আমিন খান। শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলুর গাওয়া গানের ভিডিওতে দেখা যাবে তাকে। ‘আমার একটাই বোন’ শিরোনামের এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন। আর গানটির কোরিওগ্রাফি ও ভিডিও নির্মাণ করেছেন মাসুম বাবুল।

আমিন খানের সঙ্গে ভিডিওতে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন গায়িকা মম নিজেই।

চিত্রনায়ক আমিন খান বলেন, ‘চলচ্চিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করলেও কোনও মিউজিক ভিডিওতে এর আগে কাজ করা হয়নি। মম অনেক ভালো গান করে। মূলত তাকে উৎসাহিত করার জন্যই এ কাজটি করলাম। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে নতুনদের উৎসাহিত করি তবে তারা অনেক ভালো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

শিশুশিল্পী মম বলেন, ‘উনার মতো একজন বড় তারকাকে আমার বড় ভাইয়ের চরিত্রে পেয়ে খুবই খুশি। গান ও ভিডিও দুটোই অনেক ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’ 

জানা গেছে, সম্প্রতি বাজনাবিডির ইউটিউব চ্যানেলে ‘আমার একটাই বোন’ গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি